আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
প্রকাশিত : ০৮:৩৮, ১৭ মে ২০২১
				
					বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। জাতিসংঘের অধীন আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের ১৯৬৯ সালে গৃহীত এক প্রস্তাবে প্রতিবছর ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এর নামকরণ করা হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।
চলতি বছর দিবসটি পালনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘অ্যাকলিরেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস’ বা চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি আজ বিকেলে কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভার আয়োজন করেছে।
এসএ/
 
				        
				    









